1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ স্মারকলিপি প্রদান ছিনতাইকারীর ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের রানু আহত গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু ওয়াসা লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে একজন নিহত একজন আহত ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ সীমান্তে মাঠ দখলে এসে স্থানীয়দের তোপের মুখে বিএসএফ গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে নেতৃত্বের স্বেচ্ছাচারিতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংগঠনের ৫৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

 

 

সংবাদ সম্মেলনে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রায়ান জোহান লিখিত বক্তব্যে বলেন, “গত ফেব্রুয়ারিতে জেলা কমিটি গঠনের পর থেকেই নেতৃত্বের মধ্যে স্বেচ্ছাচারিতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। আমরা বারবার এ বিষয়ে সরব হলেও আমাদের কথা শোনা হয়নি, বরং যারা প্রতিবাদ করেছে তাদেরই বহিষ্কার করা হয়েছে।”

 

সিনিয়র নেতাদের বহিষ্কার ঘিরে উত্তেজনা সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া এবং সংগঠক উল্লাসকে সম্প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ—আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের স্বাক্ষরিত এক আদেশে বহিষ্কার করা হয়। তাঁদের বিরুদ্ধে “সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে” জড়িত থাকার অভিযোগ আনা হয়।

 

এই বহিষ্কারের প্রতিবাদেই সংগঠনের ৫৬ জন নেতাকর্মী পদত্যাগ করেন। তাঁদের মধ্যে রয়েছেন—৮ জন যুগ্ম আহ্বায়ক, ৮ জন যুগ্ম সদস্য সচিব, ৪ জন সংগঠক, স্বাস্থ্য সেলের ৩ জন সদস্য এবং ৩৩ জন সাধারণ সদস্য।

 

রায়ান জোহান আরও বলেন, “আমরা সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কথা বলেছিলাম। কিন্তু নেতৃত্বের একগুঁয়ে ও দমনমূলক আচরণে আমরা হতাশ। মামুন ভাই ও উল্লাস ভাইয়ের বহিষ্কার স্বৈরতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন।”

 

সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সংহতি ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। পদত্যাগকারীদের প্রতি সংহতি জানিয়ে অনেকেই বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ সদস্যরাও এই সিদ্ধান্তের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।

 

নতুন পথচলার ইঙ্গিত, সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, তাঁরা শিগগিরই আদর্শিক ভিত্তিতে নতুন একটি ছাত্র প্ল্যাটফর্ম গঠনের চিন্তা করছেন, যেখানে গণতন্ত্র, স্বচ্ছতা ও যৌথ নেতৃত্বের উপর জোর দেওয়া হবে।

 

প্রেক্ষাপট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি জাতীয় পর্যায়ের সংগঠন, যা শিক্ষা ও সমাজব্যবস্থায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে। তবে কিশোরগঞ্জ জেলা কমিটিতে এই অভ্যন্তরীণ সংকট সংগঠনের ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত হেনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট