স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর মোহাম্মদপুরে ইদ্রিস খান রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রানু (৩৫) নামে তৃতীয় লিঙ্গের একজন গুরুতর আহত ।
বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
তাকে নিয়ে আসা মোঃ নয়ন জানান,রাতের সাড়ে দিকে পায়ে হেঁটে রানু ইদ্রিসখান রোড দিয়ে যাওয়ার সময় ৪/৫জন তাকে রাস্তায় গতি রোধ করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রানুর বাম হাত ও পেটে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান,আহত রানু গ্রামে বাড়ি, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর এলাকা থেকে গতরাতে তৃতীয় লিঙ্গের রানু নামে একজন রক্তাক্ত জখম অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে আনা হলে। চিকিৎসা দিয়ে তাকে ভর্তি দেওয়া হয়েছে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।