স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বটতলা হোসেন সাহেবেগলি এলাকার একটি বাসায় লামিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বৃহস্পতিবার (০৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের মামা মোঃহানিফ জানান,বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস ঝুলে থাকলে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান,পারিবারিক বিষয় নিয়ে বাবা মায়ের উপরে অভিমান করে আমার ভাগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, লামিয়ার গ্রামের বাড়ি মাদারীপুর জেলা কালকিনি থানা লক্ষ্মীপুর এলাকার লিটন হোসেনের সন্তান, বর্তমানে মোহাম্মদপুর বটতলা হোসেন সাহেবের গলি নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।