1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ স্মারকলিপি প্রদান ছিনতাইকারীর ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের রানু আহত গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু ওয়াসা লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে একজন নিহত একজন আহত ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ সীমান্তে মাঠ দখলে এসে স্থানীয়দের তোপের মুখে বিএসএফ গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু

শিবালয় নদী ভাঙ্গন কবলি পরিবারের পাশে দাড়ালেন- এসএ জিন্নাহ কবির

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ সায়েদুর রহমান স্টাফ রিপোর্টার ঃ- মানিকগঞ্জের শিবালয়ে যমুনাপাড়ের ভাঙনকবলিত পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের খোঁজখবর নিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।

 

 

বুধবার (৭ মে) বিকেলে উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে দেখা করে খোঁজ নেন এবং অসহায় নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

 

অসময়ে যমুনার ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত জিও ব্যাগ ফেলে নদীশাসনের অনুরোধ জানান তিনি। পরে তেওতা জমিদারবাড়ি নজরুল-প্রমীলা মঞ্চে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

 

এস এ জিন্নাহ কবির বলেন, ‘হঠাৎ করে অসময়ে শিবালয় উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। খবর পেয়ে আমি ব্যক্তিগতভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে তাদের বিশেষভাবে অনুরোধ করেছি। আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভাঙনকবলিত মানুষদের খোঁজ নিতে এসেছি।

 

তিনি আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার শিবালয়ে নদীশাসনের কোনো কাজ হয়নি। আমি এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলাম। তখন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মানিকগঞ্জ-১ আসনের নদীভাঙন নিয়ে আমার ইশতেহার উপস্থাপন করেছিলাম। যদি আগামী দিনে আমাকে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে শিবালয় ও দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ভাঙনকবলিত জায়গায় নদীশাসনের কাজ করবো।

এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাজেদ মিয়াসহ জেলা, উপজেলা এবং স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট