কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ- কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প দামপাড়া গ্রামের যশোদল ইউনিয়নে পিতার মৃত্যুর পর পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎ ছেলে ও দেবরের হাতে মারধরের শিকার হয়েছেন নার্গিস আক্তার নামে এক নারী।
ভুক্তভোগী নার্গিস আক্তার জানান, তার স্বামী আব্দুল কাদির গোলাপের মৃত্যুর পর তিনি ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে পারিবারিক ভিটাবাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি তার সৎপুত্র ফয়সাল আহমেদ সম্রাট (৪০), তোফায়েল আহমেদ সৌরভ (৩৫) এবং চাচা আব্দুল সাত্তার দুলাল (৫৫) সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা শুরু করেন।
গত ২ মে ২০২৫, বিকেল ৫টার দিকে অভিযুক্তরা লোকজন নিয়ে নার্গিস আক্তারের বাড়িতে প্রবেশ করেন। তারা গালিগালাজ করে জমি ছেড়ে দিতে বলেন। নার্গিস প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর নার্গিস আক্তার কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর অনেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, “একজন নারী ও তার এতিম সন্তানদের ওপর এ ধরনের নির্যাতন অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
বর্তমানে নার্গিস আক্তার ও তার সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।