1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পশু মোটাতাজাকরণে বিপ্লব,কোরবানির আগে প্রস্তুত ২ লাখের বেশি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে ছাত্র সংগঠনের বিক্ষোভে উত্তাল পরিবেশ শিবালয় নদী ভাঙ্গন কবলি পরিবারের পাশে দাড়ালেন- এসএ জিন্নাহ কবির গাজীপুরের রাজপথে সাহসী সৈনিক:লিয়াকত আলী অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ ঢামেকে প্রশাসনের অভিযানে সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা ভুয়া পরিচয় পত্র দিয়ে ঢামেকের রক্ত চুষে খাচ্ছে:সোলায়মানুর রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত মানিকগঞ্জে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ নীলফামারী প্রতিনিধি ঃ- তুহিন ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, অবিলম্বে তুহিন ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, নানান স্লোগানে স্লোগানে মুখরিত নীলফামারীর রাজপথ দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

আজ ৬ই মে মঙ্গলবার সকাল থেকে জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দল,জেলা কৃষক দল, জেলা মৎস্যজীবী দল, জেলা মহিলা দল, সদর উপজেলা জাসাস, জেলা ছাত্রদল নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে, জেলা বিএনপির মিছিলে যোগদান করে। মিছিলটি  নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু সোয়েম, বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর সভাপতি মাহবুব উর রহমান স্মারকলিপি প্রদান শেষে আবারও মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

 

জেলা সভাপতি আ খ  ম আলমগীর সরকার এর সভাপতিত্বে ও জহুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলা কালু,সহসভাপতি মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল আলম সেপু, সহ সাংগঠনিক সম্পাদক ও ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম,সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার,সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হুমায়রা বেগম,জেলা তাতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি, সদর জাসাস এর সভাপতি আওরঙ্গজেব সুজন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।

 

উক্ত সমাবেশে বক্তারা বলেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে তিনি দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং দেশে ফিরে বীরের বেশে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। অবিলম্বে নিঃশর্তে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে মুক্তি দিতে বর্তমান সরকার কে আহ্বান জানান।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট