ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ ঃ- ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আবুনুর চৌধুরীর মিল মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় রুহিয়ার সর্বস্থরের ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।
রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং নিরিবিলি হোটেলের সত্ত্বাধীকারী মো: রশিদুল ইসলামের সঞ্চালনায় উপস্তিত থেকে বক্তব্য দেন, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, নিরিবিলি হোটেলের সত্ত্বাধীকারী রশিদুল ইসলাম, মৌচাক হোটেলের সত্ত্বাধিকারী শরীফ সরকার, রাজধানীর সু স্টোর এর সত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম, চাঁদনী ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী মাসুদ রানাসহ আরো অনেকে।
এ সময় বক্তাগন বলেন, আমরা রুহিয়া কে একটি মডেল বাজার হিসাবে দেখতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে হবে। গোটা রুহিয়া বাজারকে আলোকিত করতে হবে। আপনারা ব্যবসায়ী তাই আপনাদের কমিটিতে ব্যবসায়ীকেই রাখেন, কোন রাজনৈতিক ব্যক্তিকে নয়। এটা যেন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান না হয় এবং যারা নেতৃত্বে আসবেন তারা যেন জবাবদিহির আওতায় থাকে।
সভার শেষে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির মাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি খুরশেদ আলম, সত্ত্বাধীকারী খুশি বস্ত্রালয়, এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা, সত্ত্বাধীকারী চাঁদনী ক্লথ স্টোরের নাম ঘোষণা করা হয়। আগামী ২ বছরের জন্য এই নতুন কমিটির মেয়াদ থাকবে।