1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে তামাশা শেষ নেই রাষ্ট্রযন্ত্রের:বিএমএসএফ কৃষি খাতের শ্রমিকদের দুরাবস্থার অবসানকল্পে পদক্ষেপ জরুরি:শেখ নাসির উদ্দিন সিলেটে বিআইডব্লিউটিএ’র দুই কোটি টাকার টেন্ডার ৫৭ লাখে নিয়েছে আ. লীগ সিন্ডিকেট পটুয়াখালী ভার্সিটির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন ড. মুহাম্মদ ইউনূস ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবার পেল প্রধান উপদেষ্টার ঘর উপহার প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে:কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া শ্রমিক কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান:অভিযোগের সত্যতা মেলেনি শহিদ কণ্যার ধর্ষণ ও আত্মহত্যার নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি ধরাছোঁয়ার বাইরে

পটুয়াখালী ভার্সিটির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত হয়।

 

৩০ এপ্রিল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ কাজী রফিকুল ইসলাম।

 

রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ড সচিব প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন্ আক্তার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)র মহাপরিচালক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব.) প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন, কী টতত্ত্ববিভাগের (অব.) প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুচ আলী সিদ্দিকী, পবিপ্রবির এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমানসহ অনেকে।

 

 

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভা শেষে ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদের সর্বসম্মতিতে আমরা গভীর পর্যালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। শিক্ষার গুণগত মান ও গবেষণায় উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে এই সিদ্ধান্তসমূহ কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট