1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু ওয়াসা লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে একজন নিহত একজন আহত ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ সীমান্তে মাঠ দখলে এসে স্থানীয়দের তোপের মুখে বিএসএফ গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা রাস্তার উপর থেকে রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে সাবেক এমপি তুহিনের মুক্তির দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ নীলফামারী প্রতিনিধি ঃ- নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তি ও মিথ্যা বানোয়াট গায়েবি মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে।

 

 

রবিবার (০৪ মে/২৫) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বাটার মোড়ে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।

 

উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, বিগত শৈ^রাচার শেখ হাসিনার আমলে তারা এক কলমের খোঁচায় সকল মামলার জামিন পেয়েছেন। আমাদের ভরসা ছিলো গণবিপ্লবের পরে ভালো সরকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই সরকারের আমলেও আশানূরুপ বিচার পেলামনা। বৈশম্যের স্বিকার হচ্ছে জিয়া পরিবার। বর্তমান গণতান্ত্রিক দেশে আমাদের নেতা তুহিন কেন মুক্তি পাবে না? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন।

 

 

তিনি আরও বলেন, এই মানববন্ধনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, তুহিন ভাই ডোমার-ডিমলার একজন বলিষ্ঠ নেতা। দ্রুততম সময়ে তাকে জামিন দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া নাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। শুধু নীলফামারী নয় পুরো উত্তরাঅঞ্চল অচল করে দিবো আমরা।

 

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার,সদস্য সচিব রইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, মহিলা দলের সভাপতি আসমা তারা লাকী,সাধারণ সম্পাদক শাহানারা বিধি, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক সৈয়দ নুরনবী নয়ন সহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট