মোঃ সায়েদুর রহমান স্টাফ রিপোর্টার ঃ- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গ্রামপুলিশদের পেশাগত দক্ষতা ও আচরণগত মানোন্নয়নের লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের আধুনিক হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) এর আয়োজনে এবং শিবালয় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোসাঃ ইয়াত খাতুন, শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমি, শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ দবিরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর মো: মশিউর রহমান প্রমূখ।
এসময়, প্রধান অতিথি মনোয়ার হোসেন মোল্লা তিনি তার বক্তব্যে বলেন, “গ্রামপুলিশরা হচ্ছেন প্রশাসনের একেবারে প্রান্তিক স্তরের কর্মী, যারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন। তাই তাদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কেবল নিয়ম-কানুন জানবে না, বরং একজন দক্ষ এবং সচেতন গ্রামপুলিশ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।”
পুলিশ সুপার ইয়াসমিন খতুন তিনি বলেন, “বর্তমানে প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষিত হওয়া আবশ্যক। গ্রামপুলিশরা যেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।”
সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, “পুলিশ প্রশাসনের সহযোগী হিসেবে গ্রামপুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে আইন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে তারা অপরাধ প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রামপুলিশ সদস্যদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। তারা জানায়, এই ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে দায়িত্ব পালনে সহায়ক হবে।
মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রশাসনিক কাজের নিয়মাবলি, আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ে পাঠ দেওয়া হবে। প্রশিক্ষণটি পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামপুলিশ সদস্যদের জন্য বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।