স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর কাওরান বাজার রেল গেটেই এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মোঃ লোকমান হদানিয়া(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার (০৭ মে) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কষ কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, কাওরানবাজার রেলগেটে এলাকায় রাস্তা পারাপার সময় ট্রেনে ধাক্কায় গুরুতর আহত হয়,আমরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের লালদিয়া এলাকার হানিফ হদানিয়ার সন্তান। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।