1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক ঃ- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার একটি বাসার ষষ্ঠতলা ছাদের কবুতর ধরতে গিয়ে ছাঁদ থেকে নিচে পড়ে মোঃ ফাহিমুল হাসান‌ (১৪) নামের এক শিক্ষার্থী চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।

 

 

মঙ্গলবার(০৬ মে)বিকেলে এই ঘটনাটি ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ও সেকে) ভর্তি দেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা মোঃ নাজমুল হাসান জানান, আমার ছেলে সানারপাড় এলাকার একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো, আজ বিকালে বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।এতে গুরুতর আহত হলে আমরা কাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।

 

 

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা চড়ামল গ্রামে। বর্তমানে,সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার একটি বাসার ৬তালার পঞ্চম তলায় ভাড়া থাকতাম।আমার দুই ছেলে ও ছিল ছোট।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট