স্টাফ রিপোর্ট ঃ- মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে থেকে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (০৭ মে) বিকাল ৩টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালকের নিদর্শনায় উপ- পরিচালকে নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
হাসপাতালের উপ-পরিচালক(চ.দা)ডা.মো: আশরাফুল আলম জানান, আমরা আজকে বিকালে হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে অবৈধ ২১টি হুইল চেয়ার জব্দ করি।পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগ রয়েছে এই অবৈধ হুইলচেয়ার দালাল চক্রের বিরুদ্ধে। দেশের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে (আইসিইউ) সহ বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ও রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই হুইল চেয়ার দালাল প্রতারক চক্রটি এই অভিযান আমরা চলমান রাখবো বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে ওয়ার্ড মাস্টার আইয়ুব হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরী বিভাগের সামনের বিভিন্ন জায়গা থেকে তালা ভেঙে ২১টি হুইল চেয়ার জব্দ করি। পরে সেগুলো হাসপাতালের প্রশাসনের জমা দেওয়া হয়।
তিনি আরো জানান, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পোশাক ও আইডি কার্ড পরে ডিউটি করার জন্য কর্তৃপক্ষ আদেশ করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢামেক হাসপাতালের দালাল ও প্রতারকে মাঝেমধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই দালাল চক্র নির্মূল করা সম্ভব হচ্ছে না। গত মার্চ মাসে যৌথবাহিনী দালাল প্রতারকের বিরুদ্ধে হাসপাতালে অভিযান পরিচালনা করে। এই সময় বেশ কয়েকজন দালালকে আর্থিক জরিমানা ও কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমান আদালত। সম্প্রতি হাসপাতালে জরুরী বিভাগে দালালদের দুই গ্রুপের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।