1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

চলন্ত রিকশায় গলায় ওড়না পেঁচিয়ে প্রান গেল এক শিক্ষার্থীর 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ-সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে  অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

নিহত সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। সাদিয়া রাজধানীর সবুজবাগ থানার বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে বসবাস করতেন।

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার ভাইয়ের সঙ্গে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে আফতাবনগর এলাকায় চলন্ত অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে গলার চারপাশে ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট