1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মশাল কয়েল জ্বালানোর সময় গ্যাস বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ কাটাখালীর হামকো গ্রুপের ডাকাতিকৃত মালামাল সহ সাত ডাকাত আটক টেকনাফে পাঁচদিন ধরে প্রায় ৪০ হাজার পানিবন্দি ঘরে জ্বলছে না চুলা নাগেশ্বরীতে ফ্যাসিস্ট মুক্ত বাস্তবায়নে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান দুমকি উপজেলায়, টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত,জনজীবন বিপর্যস্ত নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার  কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে টেকনাফের গ্রামেগঞ্জে এনসিপির প্রচারণা ছেলে ব্লাড ক্যান্সারে ঢাকা মেডিকেলে ভর্তি বাবা নামাজ পড়ে আর ফেরা হলো না ছেলে কাছে পটুয়াখালী ভার্সিটির মাঠে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত তরুণ,তরুণী আটক মারজান বেগম- বাঙালি সোসাইটির একজন অন্যতম নারী উদ্যোক্তা

নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার 

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ- নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার  শিকার হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৮ জুলাই মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের, ২ নং ওয়ার্ডের জঙ্গলী পাড়ায়।

 

ঘটনার বিবরণে জানা যায় গত ৬ জুলাই জঙ্গলী পাড়ার হরেন রায়ের ছেলে নিপেনের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান ছিলো, অনুষ্ঠান শুরু হওয়ার সময়ে হটাৎ করে পার্শ্ববর্তী গ্রামের একটি নাবালিকা মেয়ে এসে উপস্থিত হয় প্রেমিকার দাবিতে। মেয়ে পক্ষ ঘটনাটি জানতে পেয়ে, ছেলের বাড়ি থেকে চলে যায় মেয়ে পক্ষ। তিনদিন ধরে না খেয়ে পরের বাড়িতে মেয়েটি পরে থাকে, সেখান থেকে সাংবাদিকদের খবর দিলে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্, গ্লোবাল টিভির সাংবাদিক সোহেল রানা, স্বদেশ প্রতিদিন এর সাংবাদিক নুরল আমিন ঘটনা স্থলে পৌছান এবং সেখানে গিয়ে সরজমিনে জানতে পারেন ছেলের সাথে মেয়ের কোন সম্পর্ক নেই শুধু মোবাইলে একটা ম্যাসেজ করার কারণে একটা পক্ষ ঐ পাড়ায় মেয়েটিকে ছেলের পাশের বাড়িতে পাঠিয়ে দেন।

 

মেয়েটিকে ঐ বাড়িওয়ালা রাখতে না চাইলে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ সদর উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করান এবং সদর পুলিশ কে ঘটনাটি জানান। সন্ধ্যা গড়িয়ে রাত হলে সাংবাদিক স্বপ্না একাধিকবার স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমান কে এবং উপজেলা নির্বাহী অফিসার কে বলার পর স্থানীয় মেম্বার জগদিশের বাড়িতে মেয়েটিকে নিয়ে যায়, সেখানেই উপস্থিত হয়ে চেয়ারম্যান সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ কে গালিগালাজ এবং সাংবাদিকতার পেশার ওপর হুমকিধামকি দেন। চেয়ারম্যানের সাথে থাকা নীরেন্দ্রনাথ রায়ের পুত্র শ্যামল রায় গ্লোবাল টিভির সাংবাদিক সোহেল রানার হাতে থাকা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেয় ও স্বপ্না আকতার স্বর্ণালি শাহের গলায় পড়ানো সোনার চেইন হাতিয়ে নেন। এই ঘটনা নীলফামারীতে প্রকাশ হলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম কালু, সাংবাদিকের মা জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক নাসরীন আকতার, জেলা এনপিসির সমন্বয়ক আক্তারুজ্জামান খান ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন।

 

এই ঘটনার বিষয়ে লক্ষীচাপ ইউনিয়নের অত্র এলাকার ক্ষিতিস বাবু বলেন, এখানে যারাই একটু পয়শা কড়ির মালিক হন, তাদের কে এইরকম হয়রানি করে এই চক্র পয়সাকড়ি হাতিয়ে নেয়, বিভাগীয় তদন্ত হলে এই সত্য বেড়িয়ে আসবে। এবিষয়ের ওপর গতকাল তার স্বামী গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানার অফিসার ইনচার্জ এমআর সাঈদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট