1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা,পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ রাজধানীর ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ স্ত্রীর সোয়া ৪ঘন্টা পরে স্বামী চলে গেলেন না ফেরার দেশে মনজিল পরিবহনের ধাক্কায় প্রাণ গেল ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে ভাটারা থানার পুলিশ মশাল কয়েল জ্বালানোর সময় গ্যাস বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ কাটাখালীর হামকো গ্রুপের ডাকাতিকৃত মালামাল সহ সাত ডাকাত আটক টেকনাফে পাঁচদিন ধরে প্রায় ৪০ হাজার পানিবন্দি ঘরে জ্বলছে না চুলা নাগেশ্বরীতে ফ্যাসিস্ট মুক্ত বাস্তবায়নে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান দুমকি উপজেলায়, টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত,জনজীবন বিপর্যস্ত

মশাল কয়েল জ্বালানোর সময় গ্যাস বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক এলাকার একটি বাসার ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ তিনজন দগ্ধ। দগ্ধ হলেন, মোঃ রিপন (৪০), তার স্ত্রী ইতি আক্তার (৩৫) ও তার মেয়ে রাফিয়া সাড়ে তিন বছর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি দেওয়া হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

 

বুধবার (০৯ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

 

তাদের নিয়ে আসা তাসলিমা মনি জানান, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকার খাদেমুল কুরআন মহিলা মাদ্রাসা গুলির ছয়তলা ভবনের নিচ তলায় মশার কয়েল জানানোর সময় গ্যাস লাইন লিকেস থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে তিনজনই দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেয়া হয়েছে।

 

তিনি আরো জানান,তাদের বাসা, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সংলগ্নখাদেমুল কোরান মহিলা মাদ্রাসা গলির ৩১/১ নম্বর বাসার
ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন।

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, শহীদ ফারুক সড়কএলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী মেয়েসহ দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। রিপনের শরীরে ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী ইতি আক্তার ৪৫শতাংশ দগ্ধ ও তার সাড়েতিন বছরের মেয়ে রাফিয়া শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনকেই হাই ডিফেন্সিভ ইউনিট (এইসডিইউ)ও মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি দেওয়া হয়েছে। অবস্থা অসংখ্যজনক বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট