রাব্বি চৌধুরী-কানাডা প্রতিনিধি ঃ- লে পোকে স্টেশন 5709 Chem. de la Côte-des-Neiges, Montreal, Quebec H3S 1Y7 এর গর্বিত স্বত্বাধিকারী হলেন,বাঙালি সোসাইটির পরিচিত মুখ ও জনপ্রিয় মারজান বেগম। এই রেস্তোরাঁটি শুরু করার মাধ্যমে তিনি নিজেকে আবারো নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত করে তুলেছেন।
লে পোকে স্টেশন হলো একটি রেস্তোরাঁ যা পোক বোল এবং সুশিতে বিশেষজ্ঞ, যেখানে সব খাবারই একদম সতেজ এবং নিজের পছন্দ মত কাস্টমাইড খাবার অর্ডার করা যায়।
বিশেষ করে এই খাবারটি বাঙ্গালীদের মাঝেও অনেক জনপ্রিয় খাবার। লে পোকে স্টেশনের খাবার অত্যন্ত মানসম্মত, সুস্বাদু এবং সুসজ্জিতভাবে সুন্দর করে প্রদর্শন করা হয় যা লোভনীয় ও দেখামাত্রই খাওয়ার ইচ্ছা হয়।
এটি অনেক ছোট বড় সবার কাছেই সমানভাবে জনপ্রিয়। এই রেস্তোরাঁটিতে ডাইন-ইন এবং টেকআউট উভয়ের জন্যই সুন্দর ব্যবস্থাপনা রয়েছে । এমনকি বিশেষ অনুষ্ঠানের জন্য ক্যাটারিংও অফার করা হয়। এখানে হালাল খাবার ও পাওয়া যায়। বাঙালির সোসাইটির প্রত্যেকেই মারজান বেগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এভাবে তিনি আরো এগিয়ে যাবেন। এবং সবাই আশাবাদ ব্যক্ত করেন যে মারজান বেগমের মতো আরও অনেকেই নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে।