স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক একটি বাসা থেকে অজ্ঞত (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ, পুলিশে ধারণা তাকে হত্যা।
রবিবার (০৬ জুলাই) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদ হোসেন জানান, আমরা খবর পেয়ে খিলবাড়ির টেক ৬২০ নম্বর বাসার ষষ্ঠ তলা চারতালার ড্রয়িং রুমে ফ্লোরের উপর থেকে এক নারীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি গত চার তারিখে রাত ৯টার দিকে ওইবাসায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। পরে গত পাঁচ তারিখে বাসার মালিক পাপ্পানা জানান , সকালের দিকে আমি দরজা খোলা দেখতে পাই পরে ভিতরে গিয়ে দেখি ফ্লোরে সোয়ান অবস্থায় দেখতে পাই। আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। আমাদের ধারণা বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। আমরা সিসি ফুটেজ দেখে ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।