স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার এলাকার একটি বাসার ৩তলার নিজ রুমে মোঃ আসাদুজ্জামান দুর্ব (২৫) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। নিহত ব্রাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী।
সোমবার (৩০ জুন) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রাশিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মেরুল বাড্ডা ল-৩২/৪/১ শামসুজ্জামান (দুদুর) বাসার তৃতীয় তলার রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,মৃত্যুর বিষয়টি জানার চেষ্টা চলছে এখনো কিছুই জানতে পারিনি ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামে বাড়ি, বরিশাল জেলার কাওনিয়া থানার ১ নং লেন কাজী বাড়ি মসজিদ এলাকার শাহ আলম ভিলার মোঃ
শামসুজ্জামান বাবুলের সন্তান।