স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর ভাটারা থানা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার সাত তলা থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামে এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল ওয়াদুদ জানান, আমরা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার সপ্তম তলার রুম থেকে আসিফ উদ্দিন সুমন নামের এক ব্যক্তি অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরগে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি নিয়ত এর স্ত্রী দেশের বাইরে যাওয়ায় গত দুই তারিখে দশটার দিকে তার নিজ কক্ষে দরজা লাগিয়ে দেয়। তারপর থেকেই দরজা না খুললে পরে দুর্গন্ধ বের হলে এলাকার লোকজন আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে দরজা ভেঙে অর্ধ গলিত তার লাশ উদ্ধার করি। তিনি বলেন ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত একজন ব্যাংকার ছিলেন বলে জানতে পারি।
নিহতের গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ চর এলাকার মৃত জসিম উদ্দিনের সন্তান। বর্তমানে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার১১নম্বর রোডে ব্লক -জে ৩৪৮ নম্বর বাসার সাত তলায় বাসায় থাকতেন।