নিজস্ব প্রতিবেদক ঃ- আগামী ১৯ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা আসবেন টেকনাফের সীমান্ত শহরে। এই উপলক্ষ্যে ৮জুলাই টেকনাফ উপজেলার প্রতিটি গ্রামেগঞ্জে দিনব্যাপী প্রচারপত্র বিলি করেছেন।
টেকনাফ উপজেলার এনসিপি ও যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শীর্ষক এই কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলায় সফর করবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা-সহ একাধিক কেন্দ্রীয় নেতাকর্মী।
তাদের আগামনী বার্তা পৌঁছে দিতে উখিয়ায় ১০দিনব্যাপি গণসংযোগের ১ম দিনে টেকনাফ পৌরসভায় প্রচারণা চালায় এনসিপির টেকনাফ উপজেলার সংগঠক সায়েম সিকদার সংগঠক বাহা উদ্দিন,সামিরা আক্তার, রফিকুল ইসলাম, মঈন উদ্দিন, রাইহান, মোঃ মোবারক, নেজাম উদ্দিন এবং যুবশক্তি টেকনাফ উপজেলার সংগঠক আল ফাহাদ, সংগঠক আবসার হোছাইন, গণতান্ত্রিক ছাত্রসংসদ সংগঠক আব্দুল্লাহ আল মামুন, সাদেকুল ইসলাম, মোঃ ইয়াছিন, অন্যান্য নেতৃত্ববৃন্দ।
উল্লেখ্য ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
এনসিপির এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই সময়ের মধ্যে, ৬৪টি জেলার শহর ও গ্রামের পথে পথে গণসংযোগ, প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। শহীদের কবর জিয়ারত থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল।
এনসিপি জানাতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী। এই পদযাত্রা কেবল বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং জনগণের কথা শোনার জন্য- বিশেষ করে দেশের তরুণ, বঞ্চিত, প্রান্তিক ও আশাবাদী মানুষের জীবন, স্বপ্ন ও সংগ্রামের কথা সরাসরি শোনার জন্য।