রাব্বি চৌধুরী-কানাডা প্রতিনিধ ঃ- কানাডা ডে উপলক্ষে ১ জুলাই মন্ট্রিয়লের Salateen Restaurant এ অনুষ্ঠিত হয়ে গেল BSCF এর কানাডা দিবস উদযাপন অনুষ্ঠান।
এতে অংশ নেন BSCF এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও তাদের পরিবারবর্গ। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক বেলাল হাসান। সভাপতিত্ব করেন আশিস বরুয়া। পরিচালনায় বিশেষ অবদান রাখেন সুহেল মিয়া এবং অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।
কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত, শুভেচ্ছা বক্তব্য, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন এর মাধ্যমে পালন করা হয় এ দিনটি। সর্বশেষে সালাতিন রেস্টুরেন্ট এর মজাদার খাবারের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।