মোঃ সায়েদুর রহমান,স্টাফ রিপোর্টার ঃ- মানিকগঞ্জের শিবালয় উপজেলার নতুন ফরিদপুর এলাকায় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ উঠেছে বর্তমান কমিটির বিরুদ্ধে।
উপজেলার শিবালয় ইউনিয়নের নতুন ফরিদপুর এলাকায় চেয়ারম্যান বাড়ী জামে মসজিদ নির্মাণ কাজ শুরু করে বর্তমান কমিটির সভাপতি জানে আলম সরকার ও সাধারণ সম্পাদক জহির রায়হান। মসজিদ নির্মানে এলাকাবাসীর চলাচলের রাস্তা টি বন্ধ করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি দক্ষিণ পাশে মসজিদের জায়গা থাকা সত্যেও উত্তর পাশে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে মসজিদ নির্মান কাজ শুরু করা হয়।
এতে নতুন ফরিদপুর এলাকার ৩৫টি পরিবার আবদ্ধ হয়ে পরে। কৃষক মাঠ থেকে ফসল বাড়ি নিতে পারছে না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখা-পড়া ব্যহত হচ্ছে। এমত অবস্থায় ঐ আবদ্ধ পরিবারের সামাজিক জীবন যাপন দুর্ভিসহ হয়ে পরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে রাস্তার জায়গা রেখে নির্মান কাজ জন্য উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ করলে প্রশাসন কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। এবং রাস্তা রেখে নির্মান কাজ হবে বলে আসস্ত করেন।
অভিযোগ রয়েছে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের পারিবারিক কলহের জেরে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে মসজিদ নির্মান করছে এমনটাই দাবি এলাকাবাসীর।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা রেখে মসজিদ নির্মান কাজ করার নিদের্শ প্রদান করা হয়েছে।