1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ সীমান্ত পৌর কবরস্থান মসজিদের ৫ তলা ভবন নির্মাণের উদ্বোধন মা বাবার মৃত্যুর কয়েক ঘন্টা পরে সাড়ে তিন বছরে শিশুর মৃত্যু  ছবির ফাঁদে নিঃস্ব হয়েছেন অনেক ভুক্তভোগী গোয়েন্দার জালে আটক গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষার ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা এশার নামাজ পড়ে বাসায় ফেরা হলো না ব্যবসায়ী সাহেব আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে হাজতির মৃত্যু শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ জাতীয় বার্নে ভর্তি প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা,পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ রাজধানীর ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

কিশোরগঞ্জে পানিভরা গর্তে ডুবে প্রাণ গেল মামাতো-ফুফাতো দুই ভাইয়ের

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ- কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় পানিভরা একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে ডুবে মারা গেছে পাঁচ বছর বয়সী মামাতো-ফুফাতো দুই ভাই। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

নিহতরা হলেন—মোল্লাপাড়া এলাকার মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (৫) এবং পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সুকিয়া বেপারি বাড়ির মকবুল ইসলামের ছেলে মাহাদুল ইসলাম মাহদী (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

 

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাহাদুল তার মায়ের সঙ্গে নানাবাড়ি কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় বেড়াতে আসে। রোববার বিকেলে সে মামা ওবায়দুলের সঙ্গে উঠানে খেলছিল। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ দুই শিশু নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে।

 

তিন ঘণ্টা পর পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত গর্তের পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

 

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। দুই শিশুর মা-বাবা পাগলপ্রায় হয়ে পড়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট