স্টাফ রিপোর্টার ঃ- ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) পিছনে পুলিশ বক্সের পাশে থেকে অজ্ঞাতনামা দুই মরদেহ উদ্ধার। তারা হলেন, অজ্ঞাত (৪৫) ও অজ্ঞাত (৫০)।
সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে দুই- জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ আয়ুব আলীর সহায়তায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) পিছনে পুলিশ বক্সের পাশে থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করি।
পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তোদের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে , সি আই ডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্ত চলছে।