স্টাফ রিপোর্টার ঃ- ঢাকার দোহার পশ্চিম সুতারপাড়া এলাকায় জমি সংক্রান্ত জের ধরে জমির মালিক তার স্ত্রী দুই ছেলেকে পিটিয়ে আহত স্থানীয় সন্ত্রাসীরা। আহতরা হলেন, সোরহাব বেপারী (৬০), তার স্ত্রী বিলকিস বেগম (৪০) তার দুই ছেলে মোঃ ইমন বেপারী (২২) ও মোহাম্মদ মিহাদ ব্যাপারী (১৮)।
শনিবার (২৮ জুন) দুপুরে দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা দিকে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ইমন জানান, আমাদের ৪৩ শতাংশ জমি রয়েছে ওই এলাকার প্রভাবশালী মোঃ গিয়াস আমাদের জমি জবরদখল করার জন্য তার সাথে মোঃ আল-আমিন (২৫), আলাউদ্দিন (৫০), নাঈম (২১), নাজিম (১৮) মনির (৫০), বাবু (৪০) সহ আরো অনেকে আমাদের উপরে হামলা চালায় ও ঘরে থেকে টাকা পয়সা অলংকার লুট করে নিয়ে যায়,আমার মা-বাবা ভাই ও মারধর করে জখম করে, আমি নিজেই আহত হই।
পরে আমাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আমার ভাই আমার বাবা ও মাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, তারা দলীয় শক্তি ব্যবহার করে আমাদের ৪৩ শতাংশ জায়গা দখল করে আমাদেরকে উৎখাত করতে চায়। আমাদের বাসা ঢাকার দোহার পশ্চিম সুতারপাড়া এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,ঢাকার দোহার জমি সংক্রান্ত বিরোধীদের জেরে একই ফ্যামিলি চারজনকে জখম করে। পরে তাদেরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।