1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির যৌতুকের হত্যা মামলার আসামি শামীমকে গ্রেফতার করেছে র‌্যাব নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পুলি) কে উদ্ধার করেছে র‌্যাব-৪ দখল-দূষণে দুমকির মুরাদিয়া নদী এখন মরা খাল মগবাজার ভর্তা-ভাত হোটেলে খাবার খেয়ে পরিবারের ৩জনেরই মৃত্যু

মগবাজার ভর্তা-ভাত হোটেলে খাবার খেয়ে পরিবারের ৩জনেরই মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী মগবাজার একটি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসী, তার স্ত্রী ও সন্তানে মৃত্যু হয়েছে। তারা হলেন,সৌদি প্রবাসী মনির হোসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না (৩৮) ও তার ছেলে নাঈম হোসেন (১৮)।

 

রোববার (২৯ জুন) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাদের ৩জনকে উদ্ধার করে আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।

 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ফারুক জানান, আমরা জানতেপারি মগবাজারে ভর্তা-ভাত নামে একটি হোটেলে খাওয়া-দাওয়া পর থেকে সবার বমি বমি করছিল করার পর থেকে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মগবাজার আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের তিনজনের মৃত্যু হয় বলে জানতে পারি।

 

তিনি আরো জানান, এই বিষয়ে হোটেলের একটি পার্সেল ব্যাগ ও বমির ওষুধসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আমরা সিসিক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করছি। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছ।

 

নিহতের চাচা জাকির হোসেন জানান, আমার ভাতিজা সৌদি প্রবাসী ছিলেন ছেলে অসুস্থ থাকায় মগবাজারে সুইট স্লিপ নামে একটি আবাসিক হোটেলের পরিবারে সবাই ওঠে। সবাই মগবাজারের ভর্তা-ভাত নামে একটি হোটেলের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের তিনজনের মৃত্যু হয়। নিহতে গ্রামে বাড়ি বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট