স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর শাহবাগের শিশু পার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে মাদক ব্যবসায়ের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোঃ মোবারক (১৮) নামে এক যুবক নিহত।
রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত করে।
নিহতর স্ত্রী লামিয়া আক্তার জান্নাত জানান, আমার স্বামী ভাসমান অবৈধ মাদকদ্রব্য গাজা ব্যবসায়ে জড়িত ছিল। জনৈক নবীর কাছে মাদকদ্রব্য গাজা বাঁকিয়ে ব্যবসা করে, আজকে মাদকদ্রব্য গাজার টাকা উঠানোর জন্য জনৈক রাতুল ও রাজুসহ অজ্ঞাত আরো ৩জনের কাছে নবী পাঠালে আমার স্বামী তাদের কাছে টাকা চায়। এতে তারা টাকা না দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে মোবারক কে এলোপাথাড়ি চুরি আঘাত করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের বাসা বাড্ডার আফতাব নগর এলাকার মোন্নাফের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিষেধ করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।