স্টাফ রিপোর্টার ঃ- নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার খানপুড় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজথেকে চার শ্রমিক দগ্ধ। দগ্ধরা হলেন,মোঃ কামরুল (৩৫), মোঃআফ্রিদি (২৫), মোঃ আতিকুর (২৪) ও মোঃ হসোহাগ (৩২) মিথিলা টেক্সটাইলের শ্রমিক।
বৃহস্পতিবার( ২২ মে) ভোরে দিকে এই ঘটনা ঘটে। পরে দদ্ধ অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে সকাল আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা মোঃ সালাম জানান,
দগ্ধ সবাই খানপুড় মিথিলা টেক্সটাইলের শ্রমিকের কাজ করে।ভোরে দিকে রান্নাঘরে রান্না করতে গেলে ম্যাচ লাইট জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারে লাইন লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে এতে চারজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান,কামরুলের গ্রামে বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেলিগাতী গ্রামের ইমদাদ হালদারের সন্তান,
আতিকুরের গ্রামের বাড়ি, টাঙ্গাইল জেলার মধুবাগ থানার দানপাড়া হাফিজুর রহমানের সন্তান। আফ্রিদির গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার বাহাদুরপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের সন্তান। সোহাগের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের। বর্তমানে তারা সবাই আড়াইহাজারে খানপুড় এলাকার একটি ম্যাচ করে থাকতে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, আড়াইহাজারে খানপুরা এলাকা থেকে চারজন বাধ্য হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে আফ্রিদির শরীরে ৮ শতাংশ,সোহাগের ২ শতাংশ আতিকের ৫ শতাংশ ও কামরুলের শরীরে ৪ শতাংশ দগ্ধ হয়েছে তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।