1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে মিঠু ও বাদলের নেতৃত্বে সরকারি মালামাল লুট বিজয়নগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি ঢাকা জাতীয় রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম জেলার কার্যকরী কমিটি গঠনে জরুরী সভা সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকির ইউএনও সারাদেশে প্রথম জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা নিরাপত্তাহীন পটুয়াখালী ভার্সিটির,বরিশাল ক্যাম্পাস:নেই মেইন গেট, উদ্বিগ্ন শিক্ষার্থীরা সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল দুমকিতে জুলাই বিপ্লব শহীদ জশিমের পরিবারের খোজ কেউ নেয় না

জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকির ইউএনও সারাদেশে প্রথম

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের মে মাসে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। মে মাসে দুমকী উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি। অর্জিত হয়েছে ১০৪টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ২৯৯ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৯৭ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২৯৮ শতাংশ। যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে।

 

এক বছরের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিবেচনায় দেশের ৮টি বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে জন্ম নিবন্ধনের প্রত্যাশা ছিল ১৪ হাজার ৮৯৬টি। অর্জিত হয়েছে ১১ হাজার ৮০১টি। শতাংশের হিসাবে জন্ম নিবন্ধন হয়েছে ৭৯ শতাংশ। প্রথম স্থানে থাকা এ বিভাগের মৃত্যু নিবন্ধনের সম্ভাব্য প্রত্যাশা ছিল ৫ হাজার ৬৪টি। নিবন্ধন করা হয়েছে ৪ হাজার ১৩৫টি। শতাংশের হিসাবে মৃত্যু নিবন্ধন হয়েছে ৮২ শতাংশ। বরিশাল বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন ৮০ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মে মাসে প্রথম অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা। এ জেলায় কাজ হয়েছে গড়ে ১৪৬ শতাংশ। এ কার্যক্রমে গড়ে ৭৬ শতাংশ অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা।

 

বিভাগ। তৃতীয় স্থানে চট্টগ্রাম, তাদের গড় অর্জন ৫৪ শতাংশ। নিবন্ধন কার্যক্রমে গড় ৪৯ শতাংশ অর্জন করে চতুর্থ হয়েছে রংপুর বিভাগ। পঞ্চম অবস্থানে আছে রাজশাহী। তাদের গড় অর্জন ৪৯ শতাংশ। ৬ষ্ঠ অবস্থানে ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের গড় অর্জন ৪৫ শতাংশ। সপ্তম হয়েছে ঢাকা বিভাগ। তাদের কার্যক্রমের গড় অর্জন ৪২ শতাংশ। সর্বশেষ অষ্টম অবস্থানে থাকা সিলেটের গড় অর্জনও ৪২ শতাংশ। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে পটুয়াখালীর দুমকী উপজেলা প্রথম হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এ কার্যক্রম সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

 

সরকারের এ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে করতে আমরা বদ্ধপরিকর।’ দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পাওয়া সত্যি আনন্দের। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি মূলত টিম লিডার হিসেবে কাজ করেছি। এ কাজে বিশেষভাবে সহায়তাকারী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব , ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা করবো।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট