স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর পল্টন থানাধীন শহীদ মতিউর পার্কের ভিতরে পুকুরে পানি থেকে অজ্ঞাত (১১) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০৮ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) আবু ইউসুফ জানান, আমরা বিকেল ৫টার দিকে খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর পার্কের ভিতরে পুকুরে উপস্থিত হলে। পরে ফায়ার সার্ভিসে কর্মীরা এক শিশুকে উদ্ধার করে আমাদের কাছে দিলে আমরা তাকে নিয়ে ঢামেকের জরুরী বিভাগে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারেনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই শিশুটি র পরনে পাঞ্জাবি- পায়জামা পড়া ছিল ধারণা করা হচ্ছে কোন মাদ্রাসার শিক্ষার্থী হবে। মরদেহ ঢামেকের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে।