স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী বাড্ডার আফতাব নগর এলাকায় অজ্ঞত দ্রুতগামী গাড়ি ধাক্কায় মোঃ রমজান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
রবিবার (০৭ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ০২.৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহতের মা হেনা বেগম জানান, আমরা খবর পেয়ে বাড্ডার আফতাবনগর এলাকা রাস্তার উপরে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করে। আমি জানতে পারি অজ্ঞাত কোন একটা দ্রুতগামী গাড়ির ধাক্কায় আমার ছেলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শেরপুর সদর জেলার পাকুরিয়া গ্রামে মোঃ সেলিম মিয়ার সন্তান। বর্তমানে , রামপুরা মৌলভীরটেক এলাকায় ভাড়া বাসায় থাকতাম। আমার তিন ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।