স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী যাত্রাবাড়ী থানার ধনিয়া কলেজে সামনে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শাহ নেওয়াজ জানান, আমরা জানতে পেরেছি গতরাত দশটার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরবাইক যোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজে সামনে দ্রুতগতি একটি ট্রাক মোটরবাইকের পিছনে ধাক্কা দেয় এতে ইসরাত জাহান মোটরবাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা কলারোয়া থানা দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। নিহত ইসরাত জাহান করবি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও গাড়ি চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে যাত্রাবাড়ী পুলিশ হেফাজতে রাখা হয়েছে।