স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকার ওসমানী ইন্টারন্যাশনালআবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১৪ নম্বর রুমের বাথরুম থেকে সেলিম জাহান (৪৩) নামে এক আইনজীবির মরদেহ উদ্ধার।
বুধবার (২৫ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, আমরা খবর পেয়ে জয়কালী মন্দির এলাকার ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১৪ নম্বর রুমের বাথরুমের মেঝেতে বিবস্ত্র অবস্থায় দিবাগত রাত আড়াইটার দিকে সেলিম জাহানের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের স্বজনের মুখে জানতে পারি তিনি আইনজীবী ছিলেন ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন লিভার ফেটে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি, শরীয়তপুর জেলার পালং থানার ছোট সন্দীপ এলাকার আব্দুর রাজ্জাকের সন্তান।