1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

বাসায়ডাকাতের কবলে পড়ে স্বামী নিহত স্ত্রী আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতের কবলে পরে স্বামী-স্ত্রী গুরুতর আহত হলে দুজনকে ঢাকা মেডিকেলে উদ্ধার করে নিয়ে আসলে। মোহাম্মদ ইসমাইল খান (৮০) মারা যান ও তার স্ত্রী সালেহা বেগম (৭০) চিকিৎসাধীন রয়েছে।

 

মঙ্গলবার (০৮ জুলাই) ভোরের দিকে এই ঘটনা ঘটে । পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খান কে সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করে ও তার স্ত্রী সালেহা বেগম গুরুতর আহত ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তার অবস্থা অসংখ্যজনক।

 

তাদেরকে নিয়ে আসা সুলতান মিয়া জানান যাত্রাবাড়ী বিবির বাগিচার ইত্যাদি গলি৭৬/ ২নং বাসায় ভোরের দিকে ডাকাত সদস্যরা ডাকাতি করার সময় বাধা দিলে ইসমাইল হোসেনকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর স্ত্রী ও বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আঘাত করলে গুরুতর আহত হলে। আমরা তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ইসমাইল খান কে চিকিৎসক মৃত ঘোষণা করে তার স্ত্রী জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি আরো জানান,নিহতে বাসা যাত্রাবাড়ী উত্তর বিবির বাগিচার ইত্যাদি রোডের ৭৬/২ নং বাসার হাজী আব্দুল খানের সন্তান।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান এই ঘটনায় নিয়তের স্ত্রী গুরুতর আহত হয় তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসক জানিয়েছে তার অবস্থা গুরুতর।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট