স্টাফ রিপোর্টার ঃ- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসারা হাইওয়ের চালতি পাড়া এলাকায় যশোর থেকে ছেড়ে আসা ঢাকা গামী বাস ও কভার ভ্যানের সংঘর্ষে ঢামেকে নিহত দুই ও আহত দশজন।
শনিবার (২৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে উদ্ধার করে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে ও ৫জন চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন, আশিক (৩২) ও গোলাম মোস্তফা (৬৫) ও আহতরা হলেন, ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম (৬০), মোঃ শরিফুল ইসলাম (৪৪), হাকিম বিশ্বাস (৬০), দেলোয়ার হোসেন (৬৫), আবুল হোসেন (৫৩), ও আব্দুল মান্নান (৬০) তাদেরকে জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
টিপু সুলতান জানান, হামদান এক্সপ্রেস নামে একটি বাসে যশোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইর সমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর হাইওয়ে চালটিপাড়া এলাকায় একটি কভার ভ্যানের সংঘর্ষে অনেকেই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ২নের মৃত্যু হয় ৫জন চিকিৎসাধীন রয়েছে হলেও জানান তিনি।
টাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মুন্সিগঞ্জের শ্রীনগর হাইওয়ে চালটি -পাড়া এলাকায় একটি কভার ভ্যানে সংঘর্ষে ঢাকা মেডিকেলে সাতজনকে নিয়ে আসলে দুইজন মারা যান। বাকি পাঁচজন চিকিৎসা দেওয়া হচ্ছে।মরদেহ দুটি ঢামেকের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।