স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কার করার সময় টাংকিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে।
তারা হলেন, মোঃ বেলাল হোসেন (২৮), (লেবার) মোঃ জিয়াউর রহমান (৪৫), (বাসার মালিক) তার দুই মেয়ে ফারিয়া (৮), রাইফা (৪), জাতীয় বার্নের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের চারজনকে জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা শাহপরান জানান, জিগাতলা ট্যানারি মোড় এলাকার ৫১/ এ
একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কার করার সময় টাংকিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে শিশুসহ চারজন দগ্ধ হয়। আমরা দগ্ধ অবস্থায় চারজনকে জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, জিগাতলা ট্যানারি মোড় এলাকা থেকে আমাদের এখানে শিশুসহ চারজন এসেছে।তাদের মধ্যে বিলাল হোসেনের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে, জিয়াউর রহমানের ৩ শতাংশ দগ্ধ হয়েছে , তার মেয়ে ফারিয়া ৭ শতাংশ দগ্ধ হয়েছে ও আর এক মেয়ে রাইফা ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে একজনকে ভর্তি দেওয়া হবে বলেও জানান তিনি।