স্টোফ রিপোর্টার ঃ- রাজধানীর পল্টন থানাধীন গুলিস্থান হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাজেদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু।
বুধবার (২৫ জুন) দুপুর ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহত কে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ রাসেল জানান,গুলিস্তান হল মার্কেটের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নীতি ঘোষণা করেন।
তিনি আরো জানান নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার দ্বীন ইসলামের কন্যা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।