স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর রমনা থানার ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সামনে সময় টিভির দ্রুতগতি প্রাইভেটকারে ধাক্কায় মোটরবাইক আরোহী তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত একটি বাইং হাউসে চাকরি করতেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালের দিকে এই ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ফারুক জানান, আমরা জানতে পারি বিকালের দিকে ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজে সামনে দিয়ে একব্যক্তিমোটরবাইক চালিয়ে যাওয়ার সময় বেসরকারি টেলিভিশন সময় টিভির প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তাজুল ইসলাম। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।এই ঘটনায় ওই গাড়ি চালক অহিদ ও গাড়িটিকে আটক করা হয়েছে।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নিহত তাজুল ইসলাম উত্তরার পাঁচ নম্বর সেক্টরে থাকতেন। তিনি একটি বাইং হাউজে চাকরি করতেন বলে জানতে পেরেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।