স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর চকবাজার থানার জেল স্টাফ কোয়ার্টারে হাউসের পানিতে ডুবে আব্দুল্লাহ (০৪) নামের এক শিশুর মৃত্যু।
সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে এই ঘটনাটা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা শুভ জানান,আমার স্ত্রী সন্তান চকবাজারে জেলখানা ১৫নং বাসার স্টাফ কোয়ার্টাস আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়।ওই বাসার নিচে পানি হাউজিং পড়ে যায় পরে অচেতন অবস্থায় উদ্ধারকরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার লাকান্দাবাড়ী এলাকায়।আমি পেশায় একজন সিএনজি চালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে মর্গে রাখা হলে পরে স্বজনরা জোর করে নিয়ে যায়।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।