স্টাফ রিপোর্টার :- রাজধানীর কলাবাগান থানা ফ্রী স্কুল স্ট্রিট রোড হাতিরপুল পুকুরপাড় এলাকার পাকা রাস্তার উপর থেকে শাহিন রহমান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৮ মে) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমরুল কবির জানান, আমরা খবর পেয়ে ভোর পাঁচটার দিকে কলাবাগান ৩৮০/ ১ ফ্রি স্কুল স্ট্রীট রোড হাতিরপুল পুকুরপাড় বাসার সামনে পাকা রাস্তার উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, স্থানীয় লোকজনেরমুখে জানতে পারি নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। তার নাক দিয়ে রক্ত, মাথা মগজের গলিত অংশ, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, জিহ্বার উপরে রক্ত দেখা যাচ্ছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামে বাড়ি,ময়মনসিংহ জেলা কোতোয়ালি থানা কাউন্দিয়া এলাকার আবেদ আলী সন্তান,বর্তমানে কলাবাগান এলাকায় তিনি থাকতেন বাসার নম্বর জানা যায়নি বলেও জানান তিনি।