1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

ঢামেক হাসপাতালের ভিতরেই পড়েছিল বৃদ্ধের মরদেহ

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক ঢাকা :-   ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে পানির পাম্পের সামনে থেকে অজ্ঞাতনামা।

 

এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন জানান,আমরা খবর পেয়ে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে পানির পাম্পের সামনে থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করি। পরে দ্রুততাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানায় ওই বৃদ্ধ আর বেঁচে নেই।

 

এস আই আরো জানান প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই হারুন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট