নিজস্ব প্রতিবেদক ঃ- কিশোরগঞ্জ পৌর শহরের সীমান্ত এলাকায় অবস্থিত পৌর কবরস্থান মসজিদের দীর্ঘদিনের সংস্কার ও পুনঃনির্মাণ কাজ গত শুক্রবার (১১ জুলাই) নিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । বহু দিন ধরে জীর্ণশীর্ণ ও সংকটাপন্ন অবস্থায় থাকা মসজিদটি এলাকার মানুষের আকাঙ্ক্ষায় আধুনিক ও বড় একটি ভবনে নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম। তিনি বলেন, “সীমান্ত মসজিদ আমাদের এলাকার হৃদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বহুদিনের অবহেলা ও সংস্কারের অভাবে নিম্নমুখী ছিল। এখন সম্মিলিত প্রচেষ্টায় পুনঃনির্মাণ কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। সকলের সহযোগিতায় দ্রুত কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।”
পৌর প্রশাসক মমতাজ বেগম বলেন, “আমরা জনসাধারণের ধর্মীয় ও সামাজিক চাহিদা গুরুত্ব দিয়ে দ্রুত এই প্রকল্প হাতে নিয়েছি। আশা করি, মসজিদটি আধুনিক ও নান্দনিকভাবে নির্মিত হবে যা এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য গর্বের বিষয় হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, মো আবুল কালাম আজাদ,ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, মসজিদের নিয়মিত মুসল্লিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা মসজিদটি সুন্দর ও শক্তপোক্তভাবে নির্মাণে আর্থিক ও স্বেচ্ছাশ্রমে সহযোগিতার আহ্বান জানান।
নতুন ৫ তলা ভবনটি আধুনিক স্থাপত্যের সঙ্গে ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করবে এবং কিশোরগঞ্জ শহরের অন্যতম ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।