এইচএম নাসির উদ্দিন ঃ- বাগেরহাটের ফকিরহাটে অবস্হিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কোম্পানীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটির ও বেশী টাকার মালামাল উদ্ধার এবং সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ।
৯ জুলাই বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
গত ৪ জুলাই দিবাগত গভীর রাতে মুখোশধারী অজ্ঞাত একদল ডাকাত ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্হিত কোম্পানীর গোডাউনে প্রবেশ করে গার্ডদের বেঁধে রেখে ১৫ টন অ্যালুমিনিয়াম এর বার ১ টন কপার(তামা), ও আড়াই টন কপার ক্যাবল যার সর্বমোট মূল্য এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়টির মামলার সূত্র ধরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সিসি টিভির ফুটেজ,ও বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সাত জুলাই চট্রগ্রাম এর সীতাকুন্ড এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল সহ দুই ডাকাত ও পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকীদের আটক করে।
আটককৃতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে স্বপন হোসেন (৩২), বরিশাল জেলার আগইলঝড়া উপজেলার পতিহার পূর্বপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে মো জলিল খান (৪৫), রাজবাড়ি সদরের রাম কান্তপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল ফকির (৪৫), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঢাকিরগাও এলাকার মো ছিদ্দিক মৃধার ছেলে মো ইকবাল হোসেন (৩৫), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তারাগাজী এলাকার চাঁন মিয়ার ছেলে আল আমিন (৩৬), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকার গোলাম সরোয়ারের ছেলে মো গোলাম মর্তুজা (৩৬), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকার মৃত মাহামুদুর রহমানের ছেলে মো আশরাফুল ইসলাম (৩৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকার ইউসুফ আলীর ছেলে মো আব্দুর রহমান (৪২), খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা এলাকার ইব্রাহিম শেখের ছেলে মো রহমত শেখ (৩৭)। এদের মধ্যে ৫জন সরাসরি ডাকাতির সাথে জড়িত। দুইজন ডাকাতির মাল ক্রেতা এবং এই ডাকাতির সাথে জড়িত সন্দেহে কোম্পানির নিরাপত্তা প্রহরী মোঃ আব্দুর রহমান ও মোঃ রহমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে।