স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচার তোপখানা রোডে নিজ বাসায় গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মোছাঃ হামিদা বেগম (৬০) এক বৃদ্ধা নারীর আত্মহত্যা।
সোমবার (২৩ জুন) সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দ্নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার জানান, আমরা খবর পেয়ে ৬/ডি তোপখানা রোডের সেগুনবাগিচা নিজ বাসার গ্রিলের সঙ্গে উচ্চ ওড়না প্যাচানো অবস্থায় তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমরা স্বজনের মুখে জানতে পারি নিহত ওই নারী ক্যান্সারের রোগী ছিল মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের বাসা তোপখানা রোডে সেগুনবাগিচার ৬/ডি নং বাশার মোঃ মীর আনোয়ার হোসেনের স্ত্রী।