স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর নিউমার্কেট থানাধীন কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার কান্তা (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৫ জুন) বিকাল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোবারক হোসেন জানান, আমরা খবর পেয়ে নিউমার্কেটের কর্মজীবী নারী হোস্টেল ৩০৭ নম্বর কক্ষ থেকে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি গ্রামের বাড়ি থেকে কালকে এসে এসেছে সে অগ্রণী ব্যাংকে চাকরি করে কি শাখায় এটা আমরা জানতে পারিনি। তার গলায় দাগ রয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশাল সদর জেলার পলাশপুর গ্রামের জাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে।