1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির যৌতুকের হত্যা মামলার আসামি শামীমকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদক কারবারীতে গুলিতে আহত আরেক শীর্ষ মাদক কারবারি নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর বাড্ডা পূর্ব বাড্ডার ভূইয়া বাড়ি মোড় এলাকায় মাদক কারবারীদের গুলিতে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক শীর্ষ মাদক কারবারি ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু। নিহত আনোয়ার ১১মামলার আসামি ছিল।

 

রবিবার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।

 

নিহতের ভাগিনা সিনবাদ জানান, আমার মামা মাদক ব্যবসায়ী (ইয়াবা) নিয়ে অন্য গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গতমাসের (৮ মে) রাতসোয়া ১১ টার দিকে ভূইয়া বাড়ির মোড় এলাকায় তাকে ৫রাউন্ড গুলি করে এতে ৪রাউন্ডগুলি তার শরীরের বিভিন্ন জায়গায় লাগে।

 

তিনি জানান, এই ঘটনায় মাদক কারবারি নুরা, তুহিন, রাসেল, হেলাল, নয়ন, কাইল্লা ইউসুব শুটার সালাউদ্দিনন, দেলোয়ার, শাওন, রতন ও ফর্মা সুমন আমার মামাকে গুলি চালায়, পরে আমরা তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত (১২ জুন) ঢাকা মেডিকেলের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে গতকাল রবিবার (১৫ জুন) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আমার মামা মারা যায়। এই ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আমরা এই গুলির ঘটনাটি জানতাম না। গতকাল আমরা ঘটনাটি জানতে পারি এরপর আমরা ঢাকা মেডিকেলে আসি। পরে আমরা জানতে পারি মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে অন্য গ্রুপ তাকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে গতকাল মারা যায়। তার বিরুদ্ধে একটি মারামারি ও দশটি মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় বাড্ডা থানা একটি মামলা (মামলা নং-১৫) দায়ের হয়েছে।নিহতের গ্রামের বাড়ি,বরিশালজেলা মুরাদি থানা এলাকার আব্দুল কালামের সন্তান। বর্তমানে, পুর্ব বাড্ডার সোনাকাটার দাগ নং ১৭৭১ বাসায় থাকতেন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট