1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে মিঠু ও বাদলের নেতৃত্বে সরকারি মালামাল লুট বিজয়নগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি ঢাকা জাতীয় রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম জেলার কার্যকরী কমিটি গঠনে জরুরী সভা সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকির ইউএনও সারাদেশে প্রথম জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা নিরাপত্তাহীন পটুয়াখালী ভার্সিটির,বরিশাল ক্যাম্পাস:নেই মেইন গেট, উদ্বিগ্ন শিক্ষার্থীরা সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল দুমকিতে জুলাই বিপ্লব শহীদ জশিমের পরিবারের খোজ কেউ নেয় না

পটুয়াখালী ভার্সিটিতে কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ- প্রযুক্তির দীপ্ত আলোয় উদ্ভাসিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে গতি আনার লক্ষ্যে এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা।

 

 

২৬ মে ২০২৫, সোমবার পবিপ্রবির সিএসই অনুষদের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন অনুষদ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রযুক্তিনির্ভর যুগে কম্পিউটার এখন আর বিলাসিতা নয়, বরং আমাদের প্রতিদিনের কাজের অবিচ্ছেদ্য অংশ। কম্পিউটার হার্ডওয়্যারের জটিলতা বোঝা এবং স্বয়ং সমাধান করতে পারা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা আমাদের দৈনন্দিন কাজকে করে তুলবে আরও কার্যকর ও নির্ভরযোগ্য।” তিনি আরও উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মশালা আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ।”

 

বিশেষ অতিথি, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “বর্তমানে তথ্যপ্রযুক্তি জ্ঞানের অভাব হলে শুধু পেশাগত দুর্বলতা নয়, বরং এক ধরনের নির্ভরশীলতাও তৈরি হয়। আমরা যদি নিজের কম্পিউটার নিজে বুঝি, তাহলে তার রক্ষণাবেক্ষণ হবে আরও দ্রুত, আরও দক্ষভাবে। এই কর্মশালা প্রযুক্তিগত চেতনার জাগরণ ঘটাবে।” বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ।

 

কর্মশালার সভাপতিত্ব করেন পবিপ্রবির রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সিনিয়র প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজসহ উক্ত অনুষদের অভিজ্ঞ শিক্ষকরা, যারা অংশগ্রহণকারীদের কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক গঠন, সাধারণ সমস্যা চিহ্নিতকরণ, ট্রাবলশুটিং কৌশল, রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান, যা তাঁদের বাস্তব কর্মক্ষেত্রে তাৎক্ষণিক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

কর্মশালায় ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় স্বাগত ও মুল বক্তব্য উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ, যিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের সমন্বয় করে প্রশিক্ষণ কর্মসূচিটি সুচারুভাবে বাস্তবায়ন করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা একে অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন। এই কর্মশালার মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার প্রযুক্তিবান্ধব প্রশাসনিক কাঠামোর ভিত আরও দৃঢ় করল, যা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট