1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে মিঠু ও বাদলের নেতৃত্বে সরকারি মালামাল লুট বিজয়নগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি ঢাকা জাতীয় রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম জেলার কার্যকরী কমিটি গঠনে জরুরী সভা সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকির ইউএনও সারাদেশে প্রথম জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা নিরাপত্তাহীন পটুয়াখালী ভার্সিটির,বরিশাল ক্যাম্পাস:নেই মেইন গেট, উদ্বিগ্ন শিক্ষার্থীরা সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল দুমকিতে জুলাই বিপ্লব শহীদ জশিমের পরিবারের খোজ কেউ নেয় না

পটুয়াখালী ভার্সিটির, কর্মচারি মোয়াজ্জেম হোসেনের অশ্রুশিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের রান্নাঘরের দীর্ঘদিনের কর্মী মোঃ মোয়াজ্জেম হোসেনের পিআরএল উপলক্ষে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ সালে যোগদান করা মোয়াজ্জেম হোসেনের বিদায় উপলক্ষে ২২ মে সকালে ভাইস-চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “মোয়াজ্জেম হোসেন নিছক একজন রান্নার কর্মী ছিলেন না, বরং তিনি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ এবং বিনয়ী আচরণ সবার জন্য অনুকরণীয়।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহজালালসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

কর্মচারীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মেসবাহ উদ্দিন ও মোঃ মাসুম বিল্লাহ। তারা বলেন, “মোয়াজ্জেম ভাই ছিলেন নির্ভরতার প্রতীক। কোনো দায়িত্বে তিনি কখনো না বলেননি। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

 

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। বিশ্ববিদ্যালয় ছিল আমার পরিবার। সবার দোয়া চাই—আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন।”

 

অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক, জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে উপস্থিত সবাই এক হৃদয়ভরা আবেগের অংশীদার হন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট