1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

বিদ্যুৎ কেড়ে নিল শ্রমিকের প্রাণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর বংশাল মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের নিচে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোজাম্মেল হোসেন (৩৩) নামে এক ওরিয়ন কোম্পানির ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু।

 

 

মঙ্গলবার (২০ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করে।

 

তাকে নিয়ে আসা সহকর্মী আশিকুজ্জামান জানান,সকালে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের নিচে মই দিয়ে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা ফুলবাড়ী থানা এলাকার আব্দুল কাদের খানের সন্তান।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট